বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘অর্থনৈতিক শুমারি ২০২৩’ প্রকল্পের আওতায় লিস্টিং অপারেশন এবং মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে ‘তালিকাকারী/তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার’ পদে প্যানেল গঠনের লক্ষ্যে শুধুমাত্র বাঘা উপজেলায় বসবাসকারী এবং জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পে যারা শুমারিকর্মী (তথ্য সংগ্রহকারী/সুপারভাইজার) হিসাবে নিয়োজিত ছিলেন শুধুমাত্র তাদের নিকট নিম্নবর্ণিত স্থান ও তারিখে যথাসময়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে জানানো হলো।
স্থান: উপজেলা পরিসংখ্যান অফিস, বাঘা, রাজশাহী।
তারিখ |
সময় |
জোন নং |
এলাকার নাম |
তথ্য সংগ্রহকারী ক্রমিক নং |
সুপারভাইজার ক্রমিক নং |
২৮/০১/২০২৪ |
সকাল ৯.৩০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত |
০১ |
বাঘা পৌরসভা |
০১-৬০ |
- |
২৯/০১/২০২৪ |
০১ |
বাঘা পৌরসভা |
৬১-৯৯ |
০১-১৮ |
|
৩০/০১/২০২৪ |
০২ |
মনিগ্রাম |
১০০-১৮৯ |
১৯-৩২ |
|
৩১/০১/২০২৪ |
০৩ |
পাকুড়িয়া ও চকরাজাপুর |
১৯০-২৬৭ |
৩৩-৪৫ |
|
০১/০২/২০২৪ |
০৪ |
বাজুবাঘা ও গড়গড়ি |
২৬৮-৩৫০ |
৪৬-৫৮ |
|
০৪/০২/২০২৪ |
০৫ |
বাউসা |
৩৫১-৪২৬ |
৫৯-৭০ |
|
০৫/০২/২০২৪ |
০৬ |
আড়ানী ও পৌরসভা |
৪২৭-৪৯৬ |
৭১-৮০ |
শর্তাবলী:
১) লিস্টিং অপারেশন/শুমারি চলাকালীন সময়ে প্রার্থী নিজেকে অন্য কোন কর্মে নিযুক্ত করতে পারবেন না।
২) নির্বাচিত প্রার্থী প্রশিক্ষণ / শুমারিকালীন অনুপস্থিত থাকলে তিনি কাজ করতে আগ্রহী নন বলে গণ্য হবেন এবং তার পরিবর্তে তাৎক্ষণিকভাবে অপেক্ষমান তালিকা হতে পরবর্তী শুমারি কর্মী নির্বাচন করা হবে।
৩) শুমারিকর্মী নির্বাচন সংক্রান্ত বিষয়ে এতদুদ্দেশ্যে গঠিত নির্বাচন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS